জেনারেশন নেক্সেটের ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। গত ১২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়। লভ্যাংশ না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে কোম্পানিটির পরিচালনা পর্ষদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কোম্পানিটির প্রয়োজনীয় নথিপত্রও বিএসইসিতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।