জেমিনির শেয়ারদর বৃদ্ধি তদন্তে বিএসইসির নির্দেশ

Date: 2023-05-12 06:00:15
জেমিনির শেয়ারদর বৃদ্ধি তদন্তে বিএসইসির নির্দেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি ও লেনদেনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো বিএসইসির চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জেমিনি সি ফুডের শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর গত ২৮ মার্চ থেকে ৭ মে পর্যন্ত ৪৫৬ টাকা ৭০ থেকে বেড়ে ৯৩৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ১০৪ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক ও কারসাজি বলে মনে করছে কমিশন। তাই গত ১ জানুয়ারি থেকে পরবর্তী সময়ে জেমিনি সি ফুডের শেয়ার লেনদেন তদন্ত করার নির্দেশ দেয়া হলো। এ চিঠি পাওয়ার ২০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ডিএসইকে নির্দেশ দেয়া হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১ জানুয়ারি ডিএসইতে জেমিনি সি ফুডের শেয়ারদর ছিল ৩৫৮ টাকা ২০ পয়সা। এর পর থেকেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৯১২ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে শেয়ারদরের পাশাপাশি কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জেমিনি সি ফুড লিমিটেডের আয় হয়েছে ৬৬ কোটি ৬০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৬৪ কোটি ৭৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় চার গুণ বেড়েছে। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৩৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২ কোটি ৪২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ১৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৩৮ পয়সায়।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জেমিনি সি ফুড। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৭২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সায়।

Share this news