জেএমআই সিরিঞ্জের মজুদ পণ্যের বিষয়ে নিশ্চিত হতে পারেনি নিরীক্ষক

Date: 2023-01-09 20:00:07
জেএমআই সিরিঞ্জের মজুদ পণ্যের বিষয়ে নিশ্চিত হতে পারেনি নিরীক্ষক
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস কর্তৃপক্ষ যে পরিমাণ মজুদ পণ্য আছে বলে আর্থিক হিসাবে তথ্য প্রকাশ করেছে, তা নিয়ে নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।কোম্পানিটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।নিরীক্ষক জানিয়েছেন, জেএমআই সিরিঞ্জ কর্তৃপক্ষ স্টোর লেজারে শুধুমাত্র মজুদ পণ্যের পরিমাণ উল্লেখ করেছে। যেখানে কাচাঁমাল ও বিক্রির জন্য প্রস্তুতকৃত পণ্যের মূল্য নেই। এ জন্য কোম্পানি কর্তৃপক্ষের দাবির সঙ্গে নিরীক্ষক কাচাঁমাল ও প্রস্তুতকৃত পণ্যের মূল্যের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।ওই কোম্পানি কর্তৃপক্ষ ২০২২ সালের ৩০ জুন ৭২ কোটি ৪০ লাখ টাকার মজুদ পণ্য দেখিয়েছে। যার পরিমাণ আগের বছরের একইসময়ে দেখিয়েছিল ৫৪ কোটি ১৬ লাখ টাকা।উল্লেখ্য, ২০১৩ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া জেএমআই সিরিঞ্জের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি ৬ লাখ টাকা। এরমধ্যে ২০.৩৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। সোমবার (০৯ জানুয়ারি) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৫৫.৫০ টাকায়।

Share this news