‘জেড’ গ্রুপের দুই শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা

বিদায়ী সপ্তাহে (১২-১৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দাম বেড়েছে জেড গ্রুপের দুই কোম্পানির শেয়ার। যেগুলো হলো-শ্যামপুর সুগার ও ঝিলবাংলা সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।কোম্পানি দুটির মধ্যে সপ্তাহের ব্যবধানে শ্যামপুর সুগারের দাম বেড়েছে ৩২.০৬ শতাংশ এবং জিলবাংলা সুগারের দাম বেড়েছে ৩০.০৪ শতাংশ। বাজার তথ্যে দেখা যায়, সপ্তাহের শুরুতে শ্যামপুর সুগারের উদ্বোধনী দাম ছিল ১৭৮ টপাকা ৭০ পয়সা এবং সপ্তাহের শেষে ক্লোজিং দাম হয়েছে ২৩৬ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৭ টাকা ৩০ পয়সা বা ৩২.০৬ শতাংশ।অন্যদিকে, সপ্তাহের শুরুতে ঝিলবাংলা সুগারের উদ্বোধনী দাম ছিল ১৩৩ টপাকা ৮০ পয়সা এবং সপ্তাহের শেষে ক্লোজিং দাম হয়েছে ১৭৪ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪০ টাকা ২০ পয়সা বা ৩০.০৪ শতাংশ।কোম্পানি দুটিই লোকসানি কোম্পানি এবং সম্পদ মূল্যও নেগেটিভ। কোম্পানি দুটি কখনো শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে, এমন কোনো তথ্য ডিএসই-তে পাওয়া যায়নি।