জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডিএসই’র আলোচনা সভা ও দোয়া

Date: 2023-08-05 21:00:11
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডিএসই’র আলোচনা সভা ও দোয়া
আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস৷ শোকাবহ আগস্ট মাস স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে৷শোকের মাসের অংশ হিসেবে আগামী সোমবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগহণে ডিএসই’র মাল্টিপারপাস হলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রূপকার, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য এক আলোচনা সভা ও দোয়া’র আয়োজন করেছে।এতে সভাপতিত্ব করবেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।LankaBangla securites single pageউল্লেখ্য যে, শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন থেকেই ডিএসই মাসব্যাপী জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখাসহ সকল কর্মকর্তা কর্মচারীগণ কালো ব্যাচ ধারণ করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক ব্যানার ফেষ্টুন এবং ওয়েব ব্যানার দেয়া হয়৷এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র নেতৃত্বে ডিএসই’র পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জাতীয় শোক দিবস ১৫ আগস্টে ধানমন্ডির ৩২ নাম্বার এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এতিমখানায় দুঃস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী সমাপ্ত করবেন৷

Share this news