জানা গেল লেনদেন বন্ধের মূল কারণ
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন, শুরুতেই বিপর্যয়ে পড়েছিল। ডিএসই নোটিশ দিয়ে তা আগেই জানিয়ে রেখেছিল। তখন বলা হয়েছিল সার্ভার ত্রুটির কথা। আজ মূলত সার্ভার ত্রুটি নয় সার্কিট ব্রেকার সংক্রান্ত ভুলের জন্য লেনদেন বন্ধ রয়েছে।ডিএসইর সিটিও জনাব জিয়াউল করিম শেয়ারনিউজকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডিএসইতে তালিকাভুক্ত প্রায় ৭০ টি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে, আজ সেগুলোর সার্কিট ব্রেকার নেই। কিন্তু ভুল করে সব প্রতিষ্ঠানের সার্কিট উঠিয়ে দেয়। নির্দিষ্ট ওই ৭০ কোম্পানি যারা ডিভিডেন্ড ঘোষণা করেছে সেই প্রতিষ্ঠানগুলোর সার্কিট ব্রেকার তুলে অপর প্রতিষ্ঠানগুলোতে সার্কিট আগে মতো করে দেয়ার কাজ চলছে। কাজ শেষ হলেই লেনদেন পুনরায় চালু হবে।সকাল ১০.৩০ টায় লেনদেন চালু করা সম্ভব না হলে সার্কিট সংক্রান্ত কাজ শেষ হলেই লেনদেন চালু হবে