ইউরোপের বাজারে অনুমোদন পেয়েছে রেনাটার ওষুধ

Date: 2024-09-02 17:00:09
ইউরোপের বাজারে অনুমোদন পেয়েছে রেনাটার ওষুধ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির ক্যাবারগোলিন নামের ওষুধ ইউরোপে অনুমোদন পেয়েছে। ইইউ ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের (ডিসিপি) অধীনে এই অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্যাবারগোলিন নামের ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট ইউরোপের আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেনের বাজারে অনুমোদন পেয়েছে। এটি প্রাথমিকভাবে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।কোম্পানিটি জানিয়েছে, ইউরোপীয় বাজারের চাহিদা ও কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করে ওষুধটি উৎপাদন করা হবে। রোগীদের জন্য বিভিন্ন কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ইউরোপজুড়ে ওষুধটি সরবরাহ করা হবে।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে রেনেটা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৪০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা।এদিকে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৩৪ পয়সা।কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা।কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১.২৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ২০.৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১.৭৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৬.৫২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Share this news