ইউনিলিভার কনজুমারের সর্বোচ্চ দরপতন

Date: 2023-03-13 01:00:11
ইউনিলিভার কনজুমারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৮টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার (১৩ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১৭১ টাকা ১০ পয়সা বা ৫ শতাংশ কমেছে।আজ দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ারদর ৩ দশমিক ১০ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স ফুডসের শেয়ারদর কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ।সর্বোচ্চ দর হারানোর তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- জুট স্পিনার্স, অনলিমায়ার্ন ড্রয়িং, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং এবং এডিএন টেলিকম।

Share this news