ইউনিলিভার কনজিউমারের পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি, বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।