ইউনিক মেঘনাঘাট পাওয়ার ৪৬.৩ কোটি ডলারের ঋণ চুক্তি

Date: 2023-03-14 17:00:18
ইউনিক মেঘনাঘাট পাওয়ার ৪৬.৩ কোটি ডলারের ঋণ চুক্তি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির যৌথ উদ্যোগ ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড ১৫ বছর মেয়াদি ৪৬ কোটি ৩০ লাখ ডলারের বৈদেশিক ঋণ চুক্তি করেছে। চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে এ ঋণ নেবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিটি।তথ্য অনুসারে, ৪৬ কোটি ৩০ লাখ ডলারের ঋণ চুক্তির মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) থেকে ২৭ কোটি ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে ১১ কোটি ডলার, ডিইজি থেকে ৪ কোটি ৫০ লাখ ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) থেকে ৩ কোটি ৮০ লাখ ডলার ঋণ নেবে ইউনিক মেঘনাঘাট পাওয়ার। চুক্তিতে বিদ্যুৎ কেন্দ্রটির মালিকানায় থাকা চার প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড (এসএফএল), নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভি ও জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বিভি স্বাক্ষর করেছে।

Share this news