ইউনাইটেড পাওয়ারের ইজিএম ৯ নভেম্বর

আগামী ৯ নভেম্বর বেলা ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।প্রাপ্ত তথ্যমতে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে সম্মিলিতভাবে স্থানান্তরকারী তিন কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ইজিএম করবে ইউনাইটেড পাওয়ার। আর এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ অক্টোবর। মূলত কোম্পানিটি ইউনাইটেড আনোয়ার পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড ও ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউনাইটেড পাওয়ার কোম্পানি তিনটির সঙ্গে একীভূত হলে তাদের ব্যবসায় টিকে থাকার সক্ষমতা বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়ার পাশাপাশি ব্যাংক ও অন্য ঋণদাতাদেরও সম্মতি চাইবে ইউপিজিডিসিএল।উল্লেখ্য, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড উল্লিখিত কোম্পানি তিনটির ৯৯ শতাংশ শেয়ারের মালিক।এদিকে ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরির অধীন লেনদেন করছে ইউনাইটেড পাওয়ার। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ দুই হাজার ৪৭২ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি শেয়ার রয়েছে।কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৬ টাকা ১৮ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৭ টাকা ১৭ পয়সা।