ইউনাইটেড ইন্স্যুরেন্সের নিট মুনাফা বেড়েছে ৬ শতাংশ
![ইউনাইটেড ইন্স্যুরেন্সের নিট মুনাফা বেড়েছে ৬ শতাংশ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6002/news_334492_1.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে এর আগের হিসাব বছরের তুলনায় কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৬ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ প্রতিবেদনের আলোকে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৩৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৪ লাখ টাকা বা ৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৬ টাকা ৪৫ পয়সায়। এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৮ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৩৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের নিট মুনাফা ছিল ৯ কোটি ৮ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৬ টাকা ৪৫ পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল ৩৩ টাকা ৪ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইউনাইটেড ইন্স্যুরেন্স। ২০১৯ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর আগে ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ইউনাইটেড ইন্স্যুরেন্স। এর মধ্যে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ নগদ ও ৫ দশমিক ৯৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৭ হিসাব বছরে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। ২০১৬ হিসাব বছরের জন্যও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।১৯৯০ সালে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১১৭ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৫ লাখ। এর মধ্যে ৪৮ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৫৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২০ দশমিক ৮৬ শতাংশ শেয়ার রয়েছে।ডিএসইতে বৃহস্পতিবার ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৭ টাকা ২০ পয়সা ও ৫৫ টাকা।সর্বশেষ নিরীক্ষিত বার্ষিক ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় (পিই) অনুপাত ২২ দশমিক ৯৭, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ২৮ দশমিক ৪৩।