ইতিবাচক ধারায় এসএমই মার্কেট

৮ জানুয়ারি ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। এর ফলেদিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।বাজার পর্যলোচনায় দেখা যায়, ৮ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৫.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩১৮.৮২ পয়েন্টে।এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫টি এবং কমেছে ২টির।এদিন এসএমইতে ৭৯ লাখ ৪৫ হাজার ৩৪৮টি শেয়ার ৩ হাজার ৭১৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২০ কোটি ৫৫ লাখ ১৬ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৫ কোটি ৬৬ লাখ ২১ হাজার টাকা।এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫১১ কোটি ৯১ লাখ ৭১ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন বেড়েছে ৪৬ কোটি ৬ লাখ ৬ হাজার টাকা।