ইতিবাচক বাজারেও ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ৬ শেয়ার
![ইতিবাচক বাজারেও ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ৬ শেয়ার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6464/florr-price--.png)
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০২ এপ্রিল) ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূবক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১১ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৩টির দর বেড়েছে, ৪৬টির কমেছে এবং ১৯৬টির দর অপরিবর্তিত রয়েছে। যেগুলোর সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি।শেয়ারবাজারে আজ ইতিবাচক প্রবণতার দিনেও আর ৬ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরেছে। কোম্পানিগুলো হলো-ব্যাংক এশিয়া, আরএসআরএম, দেশ জেনারেল ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স ও ইস্টার্ন কেবলস লিমিটেড।কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক এশিয়ার শেয়ার ২০ পয়সা কমে ২০ টাকা ২০ টাকায় ফ্লোর প্রাইসে ফিরেছে।অনুরুপভাবে আরএসআরএম ১০ পয়সা কমে ১৬ টাকা ৩০ পয়সায় ফ্লোর প্রাইসে, পূরবী জেনারেল ইন্সুরেন্স ১০ পয়সা কমে ২৫ টাকা ২০ পয়সায় ফ্লোর প্রাইসে, দেশ জেনারেল ইন্সুরেন্স ১০ পয়সা কমে ২৮ টাকা ফ্লোর প্রাইসে, কর্ণফুলী ইন্সুরেন্স ১০ পয়সা কমে ২৭ টাকা ৭০ পয়সায় ফ্লোর প্রাইসে এবং ইস্টার্ন কেবলস ১০ পয়সা কমে ১৮১ টাকা ৩০ পয়সায় ফ্লোর প্রাইসে অবস্থান নিয়েছে।কোম্পানিগুলোর মধ্যে আজ ব্যাংক এশিয়ার শেয়ার লেনদেন হয়েছে ১ লাখ ১ হাজার ৮৩টি, আরএসআরএমের ৯৬ হাজার ১৭৮টি, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১ লাখ ১৬ হাজার ২৯১টি, কর্ণফুলী ইন্সুরেন্সের ৪২ হাজার ৩৪৪টি ও ইস্টার্ন কেবলসে ২৭ হাজার ২৬৯টি শেয়ার লেনদেন হয়েছে।