ইস্টার্ন হাউজিংয়ের নিট মুনাফা বেড়েছে ২৫%

আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। কোম্পানিটির গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। একই সঙ্গে সভা থেকে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ইস্টার্ন হাউজিংয়ের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি ৮০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ কোটি ৮৯ লাখ টাকা বা ২৫ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৪ টাকা ৭১ পয়সা।