ইসলামী ব্যাংকের শেয়ার কিনছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান

Date: 2023-05-25 06:00:15
ইসলামী ব্যাংকের শেয়ার কিনছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩.৪২ কোটি ইউনিট শেয়ার কিনেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিটিএ ওয়েলথ ম্যানেজমেন্ট নামের একটি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে, গত ২৭ এপ্রিল ব্লক মার্কেটে কোম্পানিটি প্রতিটি ৩২.৬ টাকা দরে ১১১ কোটি টাকার শেয়ার কিনে ইসলামী ব্যাংকের মালিকানা নিতে চাইছে। এ বিষয়ে ইসলামী ব্যাংকে যোগাযোগ করে ব্যাংকটির শীর্ষ পর্যায়ের কারও মন্তব্য পাওয়া যায়নি।জানা গেছে, বাংলাদেশে এখন পর্যন্ত বিটিএ ওয়েলথ ম্যানেজমেন্টের আর কোনও বিনিয়োগ নেই। ইসলামী ব্যাংকই তাদের প্রথম বিনিয়োগ।বিটিএ’র ওয়েবসাইটের তথ্যানুযায়ী, কোম্পানিটি উদীয়মান বাজারে বিনিয়োগের জন্য ২০২২ সালে বিটিএ টাইগার ফান্ড নামে একটি বিনিয়োগ তহবিল গঠন করে। এর আগে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বিটিএ ওয়েলথ। দুবাইয়ের এমিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে এর সদর দফতর।এ প্রসঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, বিটিএ ওয়েলথ প্রতিষ্ঠিত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। কোম্পানিটি দুবাইতে বিএসইসি রোড শোতে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এরপরই পরীক্ষামূলকভাবে তারা ইসলামী ব্যাংকে বিনিয়োগ করেছে।তিনি উল্লেখ করেন, দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টারের ফার্ম বিটিএ ওয়েলথের বাংলাদেশের বাজারেও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ফিন্যান্সিয়াল হাব দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুসারে, আনুমানিক ৩ বিলিয়ন জনসংখ্যা ও ৮ ট্রিলিয়ন ডলারের জিডিপিসহ ৭২টি দেশ নিয়ে গঠিত তারা।এদিকে মঙ্গলবার (২৩ মে) ব্লক মার্কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশের আরও ৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ১০৮ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে।প্রসঙ্গত, বর্তমানে সৌদি আরব ভিত্তিক আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং অ্যারাবাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সির যৌথভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিশোধিত মূলধনে ২২.০৪% শেয়ার রয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকের আরও ২০.২৩% শেয়ারের মালিক।জানা গেছে, চারটি মধ্যপ্রাচ্য ভিত্তিক স্পনসর— বাহরাইন ইসলামিক ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউজ এবং দুবাই ইসলামিক ব্যাংক ২০১৫ সাল থেকে ইসলামী ব্যাংকে তাদের থাকা বেশ কিছু শেয়ার বিক্রি করে দিয়েছে।ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় ২০২২ সালে ২৮% বৃদ্ধি পেয়ে ৬১৬ কোটি টাকা হয়েছে। গত বছর ব্যাংকের শেয়ার প্রতি আয় ছিল ৩.৮৪ টাকা, যা এক বছর আগে ছিল ২.৯৯ টাকা। ব্যাংকটি ২০২২ সালে এর শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশও ঘোষণা করেছে।

Share this news