ইসলামী ব্যাংকে পরিচালকদের শেয়ার বেড়ে ৪২.৯৮ শতাংশ

Date: 2023-08-09 21:00:10
ইসলামী ব্যাংকে পরিচালকদের শেয়ার বেড়ে ৪২.৯৮ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালকদের শেয়ার বেড়েছে। গত এক মাসের ব্যবধানে পরিচালকদের শেয়ার বা স্পন্সর শেয়ার বেড়েছে ১ দশমিক ০৮ শতাংশ। তাতে স্পন্সর শেয়ার বেড়ে ৪২ দশমিক ৯৮ শতাংশে দাঁড়িয়েছে।বৃহস্পতিবার (১০ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, গত মাসে ইসলামী ব্যাংকে পরিচালকদের শেয়ারের পরিমাণ ছিলো ৪১ দশমিক ৯০ শতাংশ। তাতে চলতি মাসে কোম্পানিটির পরিচালনা পর্ষদে কিছু রদবদল আসায় ব্যাংকটির স্পন্সর শেয়ারও বেড়েছে। বর্তমানে ব্যাংকটিতে পরিচালকদের শেয়ার ৪২.৯৮ শতাংশ।প্রসঙ্গত, কয়েকদিন আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা ও মালিকানা থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরবের কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি।

Share this news