ইসলাম অক্সিজেনের আইপিও আবেদন নাকচ

Date: 2023-06-01 01:00:11
ইসলাম অক্সিজেনের আইপিও আবেদন নাকচ
পুঁজিবাজার থেকে অর্থ তুলতে ইসলাম অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর্থিক প্রতিবেদনে অতিরঞ্জিত সম্পদ দেখানো ও বিক্রির বিপরীতে প্রমাণাদি না দেখাতে পাড়ায় এ কোম্পানির আইপিও বাতিল করা হয়।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।ইসলাম অক্সিজেন বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৯৩ কোটি টাকা উত্তোলন করতে আবেদন করেছিল। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২১ সালের ২৫ অক্টোবর কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হয়।এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার ছিল জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রেজিস্ট্রার টু দ্যা ইস্যুয়ার ছিল সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

Share this news