ইপিলিয়ন গ্রুপে যোগ দিলেন ডিএসইর সাবেক এমডি তারিক আমিন

Date: 2023-03-01 16:00:23
ইপিলিয়ন গ্রুপে যোগ দিলেন ডিএসইর সাবেক এমডি তারিক আমিন
দেশের প্রথম সারির অ্যাপারেল প্রস্তুতকারী ইপিলিয়ন গ্রুপের চিপ ইনফরমেশন অফিসার (সিআইও) হিসেবে যোগ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রযুক্তিবিদ তারিক আমিন ভূঁইয়া৷ বুধবার (১ মার্চ) তিনি প্রতিষ্ঠানটির সিআইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।অস্ট্রেলিয়া প্রবাসি তারিক আমিন ভূঁইয়া হলেন ফ্রেন্ডশীপ এনজিওর আইটি অ্যাডভাইজার, হাস্কলাউড পিটিওয়াই লিমিটেড, সিডনীর প্রতিষ্ঠাকালীন সিইও এবং সিটিপিও এবং হাস্কলাউড বিডি লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান ছিলেন। তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও এবং বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।এর আগে ২০২১ সালের ৬ জুলাই ডিএসইর এমডি হিসেবে তাকে নিয়োগের অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অস্ট্রেলিয়াপ্রবাসী এ প্রযুক্তিবিদ ২০২১ সালের ২৫ জুলাই ডিএসইর দায়িত্ব গ্রহণ করেন।ডিএসইতে কাজ করার সঠিক পরিবেশ না পাওয়ায় ১৩ মাস কাজ করার পর ২০২২ সালের আগস্ট মাসে ডিএসইর চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে পর্ষদ সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এর পর থেকে কয়েকবার বিজ্ঞাপন দিলেও যোগ্য কোন এমডি পাচ্ছে না ডিএসই। বর্তমানে ভারপ্রপ্ত এমডির দায়িত্ব পালন করছেন প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার।এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন কাজী সানাউল হক। তার পদত্যাগের প্রায় ৬ মাস পরে এসে এমডি হিসেবে যোগ দেন তারিক আমিন ভূঁইয়া। এবার ৬ মাস পার হলেও কোন এমডি পাচ্ছে না দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।ইপিলিয়ন গ্রুপ: দেশের প্রথম সারির অ্যাপারেল প্রস্তুতকারী ইপিলিয়ন গ্রুপ। ‘বর্তমানে গ্রুপটিতে প্রায় ২৪ হাজার লোক কাজ করে। গ্রুপটি মূলত ইউরোপের ১৭ থেকে ১৮টা দেশে কাপড় রপ্তানি করি।ইপিলিয়ন গ্রুপ গার্মেন্টস, টেক্সটাইল, এক্সেসরিজ, ভ্যালু এডিশন অ্যান্ড সার্ভিস এবং রিটেইল বিজনেস পরিচাণা করে আসছে।

Share this news