ইপিএস সংশোধন করেছে এমারেল্ড অয়েল

Date: 2023-06-11 17:00:21
ইপিএস সংশোধন করেছে এমারেল্ড অয়েল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সংশোধনের পর কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২২-ডিসেম্বর,২২) শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৯ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ১১ পয়সা।কোম্পানিটির বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২২) শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময় ২৬ পয়সা লোকসান ছিল।আলোচ্য সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস আগের বছরের মত ৭৮ পয়সা লোকসান রয়েছে। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে মাইনাস ১০ টাকা ৩৭ পয়সা।তৃতীয় প্রান্তিকএকইভাবে এমারেল্ড অয়েল তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও সংশোধন করেছে।তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৩) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১৭ পয়সা। আগের বছর ১৪ পয়সা লোকসান ছিল।এদিকে বছরের ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময় ৩৬ পয়সা লোকসান ছিল।

Share this news