ইনডেক্স আগ্রোর লেনদেন চালু রোববার

Date: 2023-06-14 21:00:16
ইনডেক্স আগ্রোর লেনদেন চালু রোববার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ১৮ জুন, রোববার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ১৩ ও ১৪ জুন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।উল্লেখ্য, কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ক্লোজিং দর হয়েছিলো ১০৩ টাকা ৬০ পয়সা।

Share this news