ইজেনারেশনের ইপিএস বেড়েছে ১ পয়সা

Date: 2022-11-04 17:00:11
ইজেনারেশনের ইপিএস বেড়েছে ১ পয়সা
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ পয়সা বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইজেনারেশন লিমিটেডের। তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইজেনারেশনের ইপিএস হয়েছে ৪২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ৬৭ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালকদের বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইজেনারেশনের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৭ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৫ নভেম্বর।

Share this news