ইফাদ অটোসের নাম পরিবর্তনে অনুমোদন

Date: 2024-03-06 20:00:08
ইফাদ অটোসের নাম পরিবর্তনে অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস্‌ লিমিটেডের প্রস্তাবিত নাম পরিবর্তনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, কোম্পানির নাম সেই অনুযায়ী “ইফাদ অটোস্‌ লিমিটেড” এর পরিবর্তে “ইফাদ অটোস্‌ পিএলসি” নামকরণ করা হবে।কোম্পানিটির নাম পরিবর্তন কার্যকর হবে ১০ মার্চ, ২০২৪ তারিখ রোববার থেকে। এছাড়া কোম্পানির (নাম ছাড়া) অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

Share this news