ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ড ব্যবহারে সংশোধন

Date: 2022-11-28 00:00:11
ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ড ব্যবহারে সংশোধন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেডের ৩০০ কোটি টাকার কুপন বেয়ারিং বন্ড ব্যবহারের ক্ষেত্রে সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটির কুপন বেয়ারিং বন্ডের ৩০০ কোটি টাকার মধ্যে ৭৫% অর্থাৎ ২২৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডে( সহযোগী কোম্পানি ইফাদ অটোসের)। বাকি ২৫% অর্থাৎ ৭৫ কোটি টাকা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ব্যবহার করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, কোম্পানিটি ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ড ইস্যুর প্রস্তাবে সংশোধন আনবে। আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ ব্যবসাটি উপস্থান করা হবে।

Share this news