হূমকির মূখে স্টাইলক্রাফটের ব্যবসা টিকিয়ে রাখা

Date: 2022-12-03 16:00:10
হূমকির মূখে স্টাইলক্রাফটের ব্যবসা টিকিয়ে রাখা
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফটের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন।নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে উল্লেখযোগ্য হারে (৬০%) বিক্রি কমেছে। এছাড়া শেয়ারপ্রতি ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ হয়েছে এবং ব্যাংক ঋণ বেড়েছে।এই পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।এদিকে স্টাইলক্রাফট কর্তৃপক্ষ ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি কর্মীদের মধ্যে ডব্লিউপিপিএফ ফান্ড বিতরন করেনি বলে জানিয়েছে নিরীক্ষক। এছাড়া কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন করে কস্ট প্রাইসে মজুদ পণ্য দেখিয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।উল্লেখ্য, ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্টাইলক্রাফটের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৮৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.১৯ শতাংশ। কোম্পানিটির শনিবার (০৩ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১০৫.৫০ টাকায়।

Share this news