হঠাৎ বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা

Date: 2023-03-30 05:00:26
হঠাৎ বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা
ব্যাংক খাতে অস্থিরতার মধ্যেই হঠাৎ বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা হয়েছে। তবে চলতি সপ্তাহে ব্যাংকিং খাতে অস্থিরতা কমেছে। ফলে আন্তর্জাতিক শেয়ারবাজারগুলো ঊর্ধ্বমুখী হয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মার্চ আকস্মিক বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের মাঝারি আকারের সিলিকন ভ্যালি ব্যাংক। গত সোমবার ব্যাংকটির সম্পদ বিক্রি হয়েছে। এতে শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন ব্যবসায়ীরা।এমএসসিআই সূচক বেড়েছে ১ দশমিক ২৪ শতাংশ। সেই সঙ্গে ট্রেজারি ইল্ডও ঊর্ধ্বমুখী হয়েছে।নর্থ ক্যারোলিনার ওয়েলস ফার্গো ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈশ্বিক বাজার কৌশলবিদ সামির সামানা বলেন, বিশ্বব্যাপী যেসব ব্যাংক আলোচনায় ছিল, সেগুলোর শেয়ার মূল্য স্থিতিশীল হতে শুরু করেছে।যুক্তরাষ্ট্রের রিজিওনাল কেবিডব্লিউ ব্যাংক সূচক বেড়েছে ২ দশমিক শূন্য ৮ শতাংশ। এর আগে চলতি মাসে ব্যাংকটির শেয়ারে ২৫ শতাংশ ধস নামে।রয়টার্স বলছে, এতে আমেরিকার অন্যান্য শেয়ারবাজার চাঙা হয়েছে। ওয়াল স্ট্রিট সূচক বৃদ্ধি পেয়েছে। ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ঊর্ধ্বমুখী হয়েছে ১ শতাংশ।এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ। আর নাসডাক কম্পোজিট বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৭৯ শতাংশ।আমেরিকার মতো ইউরোপের বাজারেও সুবাতাস লেগেছে। প্যান-রিজিওনাল স্টোকস ৬০০ সূচক বেড়েছে ১ দশমিক ৩০ শতাংশ। পাশাপাশি এশিয়ার স্টোক মার্কেটও শক্তি ফিরে পেয়েছে।

Share this news