হাওয়েল টেক্সটাইলসের পর্ষদ সভা আজ

Date: 2023-04-19 21:00:13
হাওয়েল টেক্সটাইলসের পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। বেলা ৩টায় অনুষ্ঠিত এ সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) হাওয়েল টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৭৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৯ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১ পয়সা। ২০২০-২১ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। ২০১৯-২০ হিসাব বছরেও কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০১৮-১৯ ও ২০১৭-১৭ হিসাব বছরে হাওয়েল টেক্সটাইলস বিনিয়োগকারীদের ১৭ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে।২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাওয়েল টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৬ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ১৩৪ কোটি ৮২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫০ দশমিক ৮৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৪১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৬০ থেকে ৪৮ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। এদিন কোম্পানিটির ২৩ হাজার ৫৮৬টি শেয়ার ৬৯ বার হাতবদল হয়েছে।গত এক বছরে শেয়ারটির দর ৪১ টাকা ২০ পয়সা থেকে ৬০ টাকার মধ্যে ওঠানামা করেছে।সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১০ দশমিক ৫৯, হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে যা ৭ দশমিক ৯১।

Share this news