হা-ওয়েলের মুনাফা বেড়ে দ্বিগুন
![হা-ওয়েলের মুনাফা বেড়ে দ্বিগুন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5081/Hwa-well.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত হা-ওয়েল টেক্সটাইলসের (বিডি) চলতি অর্থবছরের ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’ ২০২২) মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।জানা যায়, হা-ওয়েল টেক্সটাইলস ওই ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩ দশমিক শূন্য ৪ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস ১ দশমিক ৭৪ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১ দশমিক ৩০ টাকা। এই কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে ইপিএস ১ দশমিক ৪৫ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস দশমিক ৭৬ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে দশমিক ৬৯ টাকা।২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৯ টাকায়।মুনাফা আগের চেয়ে বেড়েছে জানিয়ে কোম্পানিটির এক কর্মকর্তা বলেন, হা-ওয়েল টেক্সটাইলসের পন্য শতভাগ রপ্তানিমুখী। তাই আমাদের পন্য ডলারে (মার্কিন) লেনদেন হয়। টাকার চেয়ে ডলারের মূল্য বাড়ায় কোম্পানিটির আয়ে ইতিবাচক প্রভাব পড়ে। এছাড়া কোম্পানির সেলও আগের চেয়ে বেড়েছে।