গুটিকয়েক কোম্পানি নিয়ে চলছে শেয়ারবাজার

Date: 2022-10-26 01:00:18
গুটিকয়েক কোম্পানি নিয়ে চলছে শেয়ারবাজার
প্রায় ৪০০ কোম্পানি নিয়ে চলা শেয়ারবাজার এখন চলছে ১০০ কিছু বেশি কোম্পানি নিয়ে। দিনকে দিন কমেই চলেছে লেনদেন করার কোম্পানির পরিমাণ। আর অপরদিকে বেড়েই চলেছে ফ্লোর প্রাইসে ফেরা কোম্পানির পরিমাণ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।জানা গেছে আজ বুধবার (২৬ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৪ টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে মাত্র ৭১ টির। শেয়ারদর কমেছে ৪৬ টি। আর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ২৩৭টির। শেয়ারদর অপরিবর্তিত থাকা বেশিরভাগ কোম্পানি শেয়ারই ফ্লোর প্রাইজে অবস্থান করছে। যার কারনে গুটিকয়েক কোম্পানি নিয়েই চলছে দেশের প্রধান শেয়ারবাজার।বুধবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪৪.৩৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৬৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৩.০৪ পয়েন্টে এবং দুই হাজার ২৪৯.১৬ পয়েন্টে।ডিএসইতে আজ ৬১৮ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৮ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১৮ কোটি ৫০ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, শেয়ার দর কমেছে ৪৬টির এবং ২৩৭টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৭.৯৭ পয়েন্টে। সিএসইতে আজ ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ৪৩টির আর ১১০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news