গুজবের তান্ডবে শেয়ারবাজারে বড় পতন

Date: 2023-08-15 21:00:09
গুজবের তান্ডবে শেয়ারবাজারে বড় পতন
শেয়ারবাজারকে যখনই একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, ঠিক তখনই একটি চক্র বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বাজারকে টেনে ধরার চেষ্টা করে। ঠিক একইভাবে গত কয়েকদিন ধরেই দেশের শেয়ারবাজারে একটি চক্র গুজব ছড়িয়েছে। যার কারণে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা আতঙ্কি হয়েছে।বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ারের সেল প্রেসার দিচ্ছে। এতে করেদিনের শুরু থেকেই শেয়ারবাজার থাকে নিন্মমূখী। যার ফলে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বাড়তে থাকে আরও বেশি অস্থিরতা। বিষয়টি নজরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারনিউজকে বলেন, একটি চক্র সক্রিয়ভাবে বিনিয়োগকারীদের মাঝে বিভিন্ন গুজব ছড়িয়েছে। এতে করে বিনিয়োগকারীরা কিছুটা আতঙ্কিত হয়েছে। তবে বিএসইসি সেই চক্রকে চিহ্নিত করার চেষ্টা করছে।বিএসইসির আইটি টিম বিষয়টি জোড়ালোভাবে কাজ করছে। গুজব রটানো চক্রকে চিহ্নিত করে বিএসইসি আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।বুধবারের শেয়ারবাজার পর্যালোচনা:সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৮ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬ টির, দর কমেছে ১৪৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩৯ টির।ডিএসইতে ৩০১ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ৭৬ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৭৫লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৫ পয়েন্টে। সিএসইতে ১৫৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১ টির দর বেড়েছে, কমেছে ৭৫ টির এবং ৭৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news