‘গুজবে অস্বাভাবিক’ বাড়ে ২০ কোম্পানির শেয়ার দর

অন্তত ২০ কোম্পানির শেয়ারের দাম সম্প্রতি অস্বাভাবিকভাবে বাড়ে। জাতীয় নির্বাচনের পর ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে– এমন গুঞ্জনে অস্বাভাবিক হারে দর বৃদ্ধি পাওয়া এসব শেয়ারের দাম এখন কমতে শুরু করেছে। দরপতনের শীর্ষে আছে সি পার্ল হোটেল। কয়েকদিন ধরে বেশ দর হারিয়ে সর্বশেষ ১২৪ টাকায় কেনাবেচা হয়েছে। এমারেল্ড অয়েলের দরও অনেক কমেছে। সর্বশেষ কেনাবেচা হয়েছে ৭৭ টাকায়। গত বছরের আলোচিত এই দুই শেয়ারের দরপতনের প্রভাব পড়ছে একইভাবে দর বৃদ্ধি পাওয়া অন্য শেয়ারে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, অস্বাভাবিক হারে দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মৌলভিত্তির ইতিবাচক কোনো পরিবর্তন ঘটেনি। কারসাজি করে দাম বাড়ানো হয়েছে। ফ্লোর প্রাইস তুলে দিলে এসব শেয়ারের দামের পতন সবচেয়ে বেশি হবে– এমন শঙ্কার নেপথ্যের কারিগররা শেয়ার বিক্রি করছেন। এ কারণে দরপতন হচ্ছে। গত এক মাসে সর্বাধিক ৯৫ শতাংশ দর বাড়ে প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ডের। এক মাস আগে মাত্র ১৪ টাকার দর থেকে গত বৃহস্পতিবার ৩১ টাকায় উঠেছিল। তবে বৃহস্পতিবারই ফান্ডটির দর ৮ শতাংশ কমে ২৮ টাকায় নামে। পরের অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার। গত বুধ ও বৃহস্পতিবারের কিছুটা দর কমা সত্ত্বেও এক মাসের তুলনায় ৫৮ শতাংশ দর বাড়তি রয়েছে। তিন মাস আগেও ১৯ টাকা দরে কেনাবেচা হয়েছিল। গত মঙ্গলবার ১১০ টাকা ৪০ পয়সায় উঠেছিল। এরপর বৃহস্পতিবার তা ১০০ টাকায় নামে। সর্বশেষ কেনাবেচা হয়েছে ১০৪ টাকা ৭০ পয়সা। স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দরবৃদ্ধির তালিকার তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। এক মাসে দর বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। গত ২৯ নভেম্বর ফ্লোর প্রাইস ১০৮ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১৩ ডিসেম্বর ২০৬ টাকায় উঠেছিল। এরপর থেকে প্রায় টানা দর হারিয়ে সর্বশেষ ১৭১ টাকা ৩০ পয়সায় কেনাবেচা হয়েছে।গত বৃহস্পতিবার পৌনে ৮ শতাংশ দর হারায় শেয়ার অলিম্পিক অ্যাকসেসরিজ। এর আগে এক মাসে সাড়ে ১১ টাকা থেকে বেড়ে ২১ টাকা ৩০ পয়সায় উঠেছিল।এই পাঁচ শেয়ার ছাড়া ২০ শতাংশের ওপর দর বেড়ে গত এক মাসের দরবৃদ্ধির তালিকার শীর্ষে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কেঅ্যান্ডকিউ, জিকিউ বলপেন, আরএসআরএম স্টিল, ইউনিয়ন ক্যাপিটাল, আনলিমা ইয়ার্ন, খুলনা প্রিন্টিং, লিবরা ইনফিউশনস। এর মধ্যে দুই বীমা কোম্পানি ছাড়া বাকিগুলোর দর গত বুধ ও বৃহস্পতিবার কমেছে।