গুজব ছড়িয়ে ভয় দেখানো সামাজিক অসুখে পরিণত হয়েছে

Date: 2022-10-11 11:00:11
গুজব ছড়িয়ে ভয় দেখানো সামাজিক অসুখে পরিণত হয়েছে
: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সবাইকে গুজব প্রতিরোধ করতে হবে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে হঠাৎ করে একটা বা দুইটি মিথ্যা কথা বলে বা মিথ্যা খবর দিয়ে গুজব ছড়ানো হয়। এর মধ্য দিয়ে বাজার এবং মানুষকে বিভ্রান্ত করা এবং তাদের আর্থিক ক্ষতি করা হয়। এটা একটা অপরাধের শামিল। এভাবে মানুষকে বিভ্রান্ত করে তার আর্থিক ক্ষতি করে, সেই সুবিধাটা অন্য একজন নিয়ে যায়। এটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া দরকার। কারণ মানুষকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে ভয় দেখিয়ে যে জিনিসটা হচ্ছে, এটা আমাদের এখন সামাজিক একটা অসুখে রুপান্তরিত হয়েছে।মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে বিএএসএম ও বিআইসিএম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএমের নির্বাহি সভাপতি অধ্যাপক ড. মাহমুদা আক্তার।বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে, তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইনভেস্টরদের রেজিলেন্স এবং সাসটেইনেবল ফাইনান্সের ব্যাপারে আমদের কাজ করতে হবে এবং আমরা করছি। তবে আমরা রাইট হিউম্যান ক্যাপিটাল পাচ্ছি না। এটা একটা টেকনিক্যাল বিষয়। এ বিষয়ে কিন্তু লেখাপড়া বা অভিজ্ঞতা না থাকলে কাজ করা যায় না। সুতরাং খুব সমস্যায় আছি আমরা।তিনি বলেন, আমরা শিক্ষামন্ত্রণালয়কে টেক্সট বুকগুলাতে এখন থেকেই বা একটু আগের থেকেই এ শিক্ষাগুলা ঢুকানোর জন্য বলেছি। প্রচুর হিউম্যান ক্যাপিটালের অভাব এবং চাকরির সুযোগ রয়েছে। সুতরাং এসব বিষয়ে কেউ যদি ভালো বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজে পড়ে কেউ এসে জয়েন করে, তাহলে দেশের অর্থনীতি উপকৃত হবে। এবং ইনভেস্টদের ট্রেনিং এবং এ ধরণের বিষয়ে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে এই দুইটি প্রতিষ্ঠান বিআইসিএম এবং বিএএসএম খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

Share this news