গ্রামীণফোনের ২৬তম এজিএম অনুষ্ঠিত

Date: 2023-05-04 17:00:14
গ্রামীণফোনের ২৬তম এজিএম অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য কোম্পানিটির ঘোষিত ৯৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ (১০ টাকা ফেস ভ্যালুর প্রতি শেয়ারের বিপরীতে ৯ টাকা ৫০ পয়সা) বিতরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ লভ্যাংশ বিতরণ সম্পন্ন হলে আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাররা মোট ২২০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন। গ্রামীণফোনের কোম্পানি সচিব এসএম ইমদাদুল হকের পরিচালনায় এ এজিএমে অংশ নেন কোম্পানিটির বোর্ড চেয়ারম্যান ইয়র্গেন সি. অ্যারেন্টজ রোস্ট্রাপ ও প্রধান নির্বাহী ইয়াসির আজমানসহ বোর্ড সদস্য ও এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, টেলিনর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোনের বাংলাদেশে বর্তমানে ৭ কোটি ৯১ লাখ গ্রাহক রয়েছে। ১৯৯৭ সালে যাত্রা করা কোম্পানিটি দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয় ২০০৯ সালে

Share this news