গ্রামীন ওয়ান : স্কিম টু ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
![গ্রামীন ওয়ান : স্কিম টু ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4819/Mutual-Fund-1.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীন ওয়ান : স্কিম টু মিউচ্যুয়াল ফান্ডের গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়েছে।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।LankaBangla securites single pageফান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ৩৫ পয়সা।হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮৭ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৯২ পয়সা।