গোল্ডেন সনের দেড় কোটি শেয়ার বাজেয়াপ্ত
![গোল্ডেন সনের দেড় কোটি শেয়ার বাজেয়াপ্ত](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5709/golden-son.jpg)
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সনের সাত জন উদ্যোক্তার প্রায় দেড় কোটি শেয়ার বাজেয়াপ্ত করেছে মেঘনা ব্যাংক লিমিটেড। ঋণ খেলাপির কারনে এই সাত উদ্যোক্তার শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। গোল্ডেন সনের দেড় কোটি শেয়ার বাজেয়াপ্ত করার কারণে এই শেয়ারগুলো চলে যাবে মেঘনা ব্যাংকের নিয়ন্ত্রণে।আইন অনুযায়ী পরিচালকদের লিয়েন রাখা শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। খুব শিগগির মেঘনা ব্যাংকের বিও হিসেবে এই শেয়ার হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গোল্ডেন সনের সাত জন উদ্যোক্তা মিলে গঠন করেছে এমবিএম সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি। কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে তাদের কাছে থাকা গোল্ডন সনের শেয়ার জামানত রেখে ঋণ নিয়েছিলো মেঘনা ব্যাংক থেকে। ব্যাংকের ঋণ সঠিক সময়ে পরিশোধ করতে না পারার কারণে তা খেলাপি হয়ে যায়। ফলে আইন অনুযায়ী ব্যাংক তা বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছে ব্যাংক কৃর্তপক্ষ।গোল্ডেন সনের শেয়ার বাজেয়াপ্ত হওয়া উদ্যোক্তাদের মধ্যে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদের ১ লাখ ৮৭ হাজার ৫০০টি, হা মং চি এর ২৪ হাজার ৭৫০টি,টি লিন জু চিয়াং এর ৪০ লাখ ৩৫৪টি,টি লিন ওয়ান-ইয়ের ২৪ হাজার ৭৫০টি,লিন ওয়েন-ইয়ের ৩৯ লাখ ১৬ হাজার৯৩১টি, পেনমার্ক এক্সেসরিজের ১৩ লাখ ২০ হাজার ২৮৮টি এবং রনসন লিমিটেডের ৫৪ লাখ ৪৪ হাজার ৮৮টি শেয়ার রয়েছে।