ঘুরে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে পুঁজিবাজার

Date: 2022-12-14 00:00:12
ঘুরে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে পুঁজিবাজার
আজ বুধবার, ১৪ ডিসেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৭.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।জানা যায়, আজ ১৪ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০.৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৮.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭ টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার ৭১৪টি শেয়ার ৯৭ হাজার ১২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা।গত কার্যদিবসে অর্থাৎ আজ ১৩ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭১.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১২.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৫৩৩টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৫৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১৬ কোটি ৪১ লাখ ৮১ হাজার টাকা।সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮৬ কোটি ২০ লাখ ৮৪ হাজার টাকা।এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৬.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৫১.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২০টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ৩৯৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৯৭৯ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৯ কোটি ২ লাখ ৬ হাজার ৫৮৪ টাকা

Share this news