ঘুমন্ত ফরচুনের ব্লক মার্কেটে দাফাদাফি

Date: 2023-01-10 04:00:15
ঘুমন্ত ফরচুনের ব্লক মার্কেটে দাফাদাফি
শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজের শেয়ার দীর্ঘদিন ফ্লোর প্রাইসে আটকে আছে। বিএসইসির বেধে দেওয়া ফ্লোর প্রাইস থেকে কোনভাবেই কোম্পানির শেয়ার উপরে উঠেতে পারছে না। এরই মধ্যে বিএসইসি কোম্পানিটির স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে। স্টক ডিভিডেন্ড সমন্বয়ে কোম্পানিটির শেয়ার দর কমে ৭৫ টাকা ৭০ পয়সায় অবস্থান করছে। এর আগে ফ্লোর প্রাইস ছিল ৭৯ টাকা ৫০ পয়সা।কোম্পানিটির শেয়ার মূল মার্কেটে লেনদেন না হলেও ক্রমাগতভাবে সর্বোচ্চ ৮৩ টাকা ২০ পয়সা থেকে সর্বনিন্ম ৬৮ টাকা ২০ পয়সায় ব্লকে লেনদেন হচ্ছে। অর্থাৎ মূল মার্কেটে কোম্পানিটির শেয়ার ঘুমিয়ে থাকলেও ব্লক মার্কেটে একটি পক্ষ এই শেয়ারটি নিয়ে প্রতিনিয়ত দাফাদাফি করছে।আজ (১০ জানুয়ারি) মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ((ডিএসই) মূল মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩টি। যার বাজার মূল্য এক হাজার টাকারও কম। কিন্তু ব্লক মার্কেটে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ লাখ ৫১ হাজার ৫০টি। যার বাজার মূল্য ৭ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা। যা আজ ব্লক মার্কেটে ছিল ৫৭টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ লেনদেন।এছাড়াও ফরচুন সুজের জানুয়ারি মাসের লেনদেনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আট কার্যদিবসে ব্লক মার্কেটে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬০ লাখ টাকার। অন্যদিকে, মূল মার্কেটে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে মাত্র ২৭ হাজার টাকার। অর্থাৎ মূল মার্কেটের বাইরে কোম্পানিটির শেয়ার নিয়ে ব্লক মার্কেটে সক্রিয় রয়েছে একটি পক্ষ।

Share this news