ঘুম ভেঙ্গেছে দুই তেল কোম্পানির
![ঘুম ভেঙ্গেছে দুই তেল কোম্পানির](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5794/share-upupp.jpg)
দীর্ঘদিন ফ্লোর প্রাইসে ঘুমন্ত অবস্থায় ছিল মৌলভিত্তির তকমাখ্যাত রাষ্ট্রায়াত্ব দুই তেল কোম্পানি- পদ্মা ওয়েল ও মেঘনা পেট্রোলিয়াম। আগের দিন রোববার (০৫ মার্চ) শেয়ারবাজারে বড় উত্থানের দিনেও কোম্পানি দুটির ঘুম ভাঙ্গেনি। তবে আজ সামান্য ইতিবাচক বাজারেও কোম্পানি দুটি জেগে উঠেছে। আজ সোমবার কোম্পানি দুটির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে এবং লেনদেনেও ভালো গতি দেখা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৬ মাস যাবত পদ্মা ওয়েলের শেয়ার ফ্লোর প্রাইসে ঠায় দাঁড়িয়েছিল। যদিও ৬ মাসের মধ্যে ৩-৪ দিন ফ্লোর প্রাইস ভাঙ্গার চেষ্টা করেছে। কিন্তু এক দিনের বেশি টিকতে পারেনি। পরের দিনই ফের ফ্লোর প্রাইস ২০৯ টাকা ২০ পয়সায় ফিরে গেছে। আজ শেয়ারটি ফ্লোর প্রাইস ভেঙ্গে ২১২ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন করেছে। লেনদেন হয়েছে ৩৪ হাজার ২২৩টি শেয়ার।অন্যদিকে, মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারও গত তিন মাস যাবত ফ্লোর প্রাইসে আটকে ছিল। গত তিন মাসের মধ্যে একবার ফ্লোর প্রাইস ভাঙ্গার চেষ্টা করেছিল কোম্পানিটি। কিন্তু সুবিধা করতে পারেনি। ফের ফ্লোর প্রাইসের গন্তব্যে ফিরেছে। তবে আজ (সোমবার) কোম্পানিটি ফ্লোর প্রাইস ১৯৮ টাকা ৬০ টাকা অতিক্রম করে ২০২ টাকা পর্যন্ত লেনদেন করেছে। দিনের শেষ লেনদেন হয়েছে ১৯৯ টাকায়। আজ কোম্পানিটির ৪৫ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে।