গেইনার তালিকায় ‘বি’ ক্যাটারির দাপট বাড়লো
![গেইনার তালিকায় ‘বি’ ক্যাটারির দাপট বাড়লো](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6440/dse0.jpg)
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে আধিপত্য ছিল ‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোর। এর আগের সপ্তাহেও গেইনার তালিকায় ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোর দাপট ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, গত সপ্তাহে প্রধান শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৮টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, ইনটেক লিমিটেড, সমদা লেদার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিলএবং বিডি অটোকার্স।জানা গেছে, গেল সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। বি ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারদর পাঁচ কার্যদিবসে ৩২ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে কোম্পানিটির লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ২২ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টাকা।দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৩০ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ২৪ শতাংশ।দর বৃদ্ধি তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড, বিডি অটোকার্স এবং এপেক্স ট্যানারি।শেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।শ্যামপুর সুগার মিলসের সর্বোচ্চ দরপতনঅর্থসংবাদ করেসপন্ডেন্ট১ এপ্রিল ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ণশ্যামপুর সুগার মিলসবিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন সূত্র মতে, গত সপ্তাহে শ্যামপুর সুগার মিলসের শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ডিএসইতে দরপতন তালিকার প্রথম স্থানে উঠে এসেছে।দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ারদর ৯ দশমিক ২৩ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৭২ শতাংশ।গেল সপ্তাহে ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলস, জুট স্পিনার্স, বিকন ফার্মা, প্রাইম ব্যাংক, ইমাম বাটন, ওয়ান ব্যাংক এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।শেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।পুরো সংবাদটি পড়ুনলেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে শেয়ারবাজারেঅর্থসংবাদ করেসপন্ডেন্ট১ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ণশ্যামপুর সুগার মিলসবিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে। সব মূল্যসূচকের সঙ্গে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। তবে সপ্তাহ শেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।ডিএসই তথ্য অনুযায়ী, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৮ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ৮ দশমিক ৫৮ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ কমেছে ৩ দশমিক ৯২ পয়েন্ট।সূচকের পতনের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। গেল সপ্তাহের চার কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার ৭৩৩ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬২ কোটি ০৩ লাখ ৩৩ হাজার ৭২৯ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১২২ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৯৯৬ টাকা।সূচক ও লেনদেন কমলেও গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ৩৬৬ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৪৩১ টাকায়।সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজারে ৪০১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২৩৭টির শেয়ারদরই ছিল। দর কমেছে ৪০টির, বিপরীতে ৯১ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এছাড়াও ৩৩ কোম্পানি গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়নি।গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিট হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি। এক সপ্তাহে কোম্পানিটির ১২৪ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।সপ্তাহ শেষে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার। আর চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৩২ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ দরপতন হওয়া শ্যামপুর সুগার মিলসের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৯৫ শতাংশ।শেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।পুরো সংবাদটি পড়ুনকাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে চলছে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যানঅর্থসংবাদ করেসপন্ডেন্ট৩১ মার্চ ২০২৩, ১১:২০ অপরাহ্ণশ্যামপুর সুগার মিলসবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজার তার কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। এই বাজারের মাধ্যমে বিদেশী বিনিয়োগ আনার জন্য বিভিন্ন দেশে যে রোড শো আয়োজন করা হয়েছিল, সেগুলোর সুফল আসতে শুরু করেছে। বিদেশী বিনিয়োগকারীরা নানা বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন তিনি বলেন, বাংলাদেশ সঠিক পথে আগাচ্ছে। এভাবে এগুতে থাকলে অবশ্যই আমরা উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।শুক্রবার (৩১ মার্চ) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মাদ হাসান বাবু, পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, রুবাবা দৌলা, শাকিল রিজভী, শরীফ আনোয়ার, বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একে এম সাইফুর রহমান, সিএসইর ভারপ্রাপ্ত ব্যস্থাপনা পরিচালক গোলাম ফারুক, ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মাদ হাসান বাবু বলেন, আমাদের বাজারে বড় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রয়োজন। তাই আমরা আরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আমাদের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত করার চেষ্টা করবো। অনেক বড় বড় বিনিয়োগকারী যারা এখনো বাজারকে পর্যবেক্ষণ করছেন, তাদের কাছে আমরা যাব। তাদেরকে আমরা পুঁজিবাজারে নিয়ে আসার চেষ্টা করবো। তাদের পুঁজিবাজারে আসতে কি কি সহযোগিতা দরকার তা আমরা করবো।সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ও ডিজিটাল সিকিউরিটিজ অ্যাক্ট বাতিলের দাবি জানান। তিনি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা পুঁজিবাজার ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই জরুরি।শেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।পুরো সংবাদটি পড়ুনপ্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে: ডিএসই চেয়ারম্যানঅর্থসংবাদ করেসপন্ডেন্ট৩০ মার্চ ২০২৩, ৯:২৫ অপরাহ্ণশ্যামপুর সুগার মিলসপুঁজিবাজারের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করা হবে। বিনিয়োগের পথে কোনো বাধা থাকলে সেগুলো দূর করার উদ্যোগ নেওয়া হবে।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন বিনিয়োগ পরিবেশ উন্নয়নে তাদের (ডিএসইর) কী কী করণীয় আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান ডিএসই চেয়ারম্যান।বৃহস্পতিবার (৩০ মার্চ) ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) নির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাতে ডিএসইর চেয়ারম্যান এসব কথা বলেন।সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী, সাবেক সভাপতি হাসান ইমাম রুবেলসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ডিএসইর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মজুমদার, সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান।অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ডিএসইর আইটি সক্ষমতা বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। ডিএসইর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে যেন এই আইটি টিমের সক্ষমতা শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও অনন্য হয়ে উঠে।No description available.সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিএসইর সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের নিরিখে পুঁজিবাজার অনেক পিছিয়ে আছে। এই গ্যাপ পূরণ করে বাজারের প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন ইনোভেটিভ ও ডাইনামিক উপায়ে কাজ করা। গতানুগতিক ধারা ও গতিতে কাজ করে এটি সম্ভব নয়।ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান সিএমজেএফ সভাপতি। এ বিষয়ে তিনি বলেন, ভালো ভালো কোম্পানি বাজারে আনা গেলে তাদের হাত ধরে নতুন নতুন অসংখ্য বিনিয়োগকারীও আসবে। তাতে বাজারের গভীরতা বাড়বে।সিএমজেএফের সাবেক প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল বলেন, দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ হিসেবে পুঁজিবাজারে ডিএসইর যে ভূমিকা রাখার কথা, গত কয়েক বছর ধরে তারা তা পারছে না বলে মনে হয়। ডিএসইর বড় ভবন হয়েছে, কিন্তু সে অনুপাতে মর্যাদা ও সক্ষমতা বাড়েনি। এসব বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী সাংবাদিকতা ও পুঁজিবাজারের উন্নয়নে এই সংগঠনের ভূমিকা তুলে ধরেন।শেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।পুরো সংবাদটি পড়ুনভোলায় আবিষ্কৃত গ্যাস বিপণন করবে ইন্ট্রাকো রিফুয়েলিংঅর্থসংবাদ ডেস্ক৩০ মার্চ ২০২৩, ৬:০৩ অপরাহ্ণশ্যামপুর সুগার মিলস১০ বছরের জন্য ভোলায় আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করে ঢাকার আশাপাশের শিল্প এলাকায় বিপণনের দায়িত্ব পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।বৃহস্পতিবার (৩০ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইন্ট্রাকোকে এ কাজ দেওয়া হয়।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, ইন্ট্রাকো প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি গ্যাস পরিবহন করবে এবং পরবর্তী ২০ এমএমসিএফডি করে গ্যাস কম্প্রেসড করে সিএনজি আকারে পরিবহন করবে ইন্ট্রাকো।তিনি জানান, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৩টি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবগুলো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।অনুমোদিত এ ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬ হাজার ৬৯ কোটি ৭১ লাখ ৮ হাজার ৫৬৪ টাকা। মোট অর্থায়নের সম্পূর্ণ অর্থই জিওবি থেকে ব্যয় হবে।