গেইনার তালিকার নেতৃত্বে বিমা খাত

Date: 2023-03-13 01:00:13
গেইনার তালিকার নেতৃত্বে বিমা খাত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৫টির শেয়ারদর বেড়েছে। এদিন ডিএসইর গেইনার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে সাত কোম্পানিই বিমা খাতের। এর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার (১৩ মার্চ) রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। আর ৯ দশমিক ৫৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, ন্যাশনাল ফিড মিল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমটেড।

Share this news