গেইন ট্যাক্স আতঙ্কে আজও অস্থির শেয়ারবাজার

Date: 2024-06-05 01:00:08
গেইন ট্যাক্স আতঙ্কে আজও অস্থির শেয়ারবাজার
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) প্রধান সূচক ধারাবাহিক পতন হয়ে যখন ৫ হাজার ৭২৭ পয়েন্টে এসে স্থির হয়, তখনই বাজেটে গেইন ট্যাক্স নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্কে গত এক মাসজুড়ে শেয়ারবাজার অস্থিরতার কালো ছাড়ায় আটকে রয়েছে। এই সময়ে ডিএসইর সূচক খোয়া গেছে ৫০০ পয়েন্টের বেশি। আর বিনিয়োগকারীরা তাদের মুলধন হারিয়েছে প্রায় ৬৭ হাজার কোটি টাকা।এর ধারাবাহিকতায় আজও উভয় বাজারে অস্থিরতা দেখা যায়। আজ বুধবার (০৫ জুন) উভয় বাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথেতা নেতিবাচক প্রবণতায় টার্ননেয়।যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে গত দুই দিনে সূচকের যা অগ্রগতি হয়েছিল, আজএকদিনেই তা উধাও হয়ে যায়। এদিন লেনদেনও নেমে যায় চারশ কোটির নিচে। যা আগের দিন ছিল ছয়শ কোটির কাছাকাছি।বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হবে। বাজেট উত্থাপনের পর আগামী সপ্তাহ থেকে বাজারের গতিবিধি বুঝা যাবে।বুধবারের বাজার পর্যালোচনাআজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৩.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫৪ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ০৩লাখ টাকার।আজ ডিএসইতে ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।এদিন সিএসইতে ২২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের।আগের দিন লেনদেন হয়েছিল ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ১০০টির, কমেছিল ৮৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

Share this news