ফ্লোরে পড়ে থাকলেও ব্লকে ট্রেড হিউজ

Date: 2022-10-01 23:00:16
ফ্লোরে পড়ে থাকলেও ব্লকে ট্রেড হিউজ
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৮ জুলাই ২০২২ পতন ঠেকাতে দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয়। শেয়ারবাজারে ফ্লোর প্রাইস আরোপের পর দুই মাস অতিবাহিত হলেও প্রায় পৌনে দুই শত কোম্পানি ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজের দরও এর ব্যতিক্রম নয়, ফ্লোর প্রাইসেই পড়ে রয়েছে। তবে ব্যতিক্রম কিছুটা গোচরীভূত হয়েছে ব্লক মার্কেটের সৌজন্যে।বিদায়ী সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) প্রতিটি কার্যদিবসেই আইপিডিসি ফাইন্যান্স, ইন্ট্রাকো সিএনজি, বিডিকম, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মার এবং সোনালী পেপারের লেনদেন হলেও ব্যতিক্রম ছিল ট্যানারী খাতের ফরচুন সুজের লেনদেন। কারণ এই কোম্পানিটি শেয়ার ফ্লোর প্রাইসে পড়ে থাকলেও ব্লক মার্কেটে কোম্পানিটির বিশাল লেনদেন হতে দেখা গেছে।গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার কোম্পানিটির ১৩ হাজার ৩১৫টি শেয়ার ১১ লাখ ৪৩ হাজার টাকায় লেনদেন হয়েছে। যার গড় মূল্য ছিল ৮৫ টাকা ৮৪ পয়সা।দ্বিতীয় কার্যদিবস সোমবার কোম্পানিটির ১ লাখ ২০ হাজার শেয়ার ৯৭ লাখ ৬২ হাজার টাকায় লেনদেন হয়েছে। যার গড় মূল্য ছিল ৮১ টাকা ৩৫ পয়সা।তৃতীয় কার্যদিবস মঙ্গলবার কোম্পানিটির ১৩ লাখ ৯৭ হাজার ৭৬৫টি শেয়ার ১১ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকায় লেনদেন হয়েছে। যার গড় মূল্য ছিল ৮০ টাকা ২৩ পয়সা।চতুর্থ কার্যদিবস বুধবার কোম্পানিটির ১২ লাখ ৭০৯টি শেয়ার ৯ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার টাকায় লেনদেন হয়েছে। যার গড় মূল্য ছিল ৮১ টাকা ১৯ পয়সা।সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস কোম্পানিটির ১২ লাখ ৩২ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১১ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকা এবং গড় মূল্য ছিল ৮১ টাকা ৫ পয়সা।সাধারণত বাজারে শেয়ারের কোন ক্রেতা না থাকলে ফ্লোর প্রাইজে শেয়ারের লেনদেন হতে দেখা যায়। কিন্তু ফরচুন সুজের ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। শেয়ারদর ফ্লোর প্রাইসে পড়ে রয়েছে, অথচ ব্লক মার্কেটে শেয়ারের চোখ রাঙ্গানো লেনদেন হচ্ছে।বিনিয়োগকারীরা বলছেন, যদি ফরচুন সুজের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ না থাকতো, তাহলে কেন কোম্পানিটির এমন বড় লেনদেন হচ্ছে? এটা কি ডাম্পিং ট্রেড নাকি হাতবদল? নাকি শেয়ারদর ফ্লোর প্রাইসে রেখেই বিনিয়োগকারীদের থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে শেয়ার? বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার।তবে লক্ষ্যণীয় বিষয়, গেল সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন পর্যবেক্ষণ করলে দেখা যায়, (ফ্লোর প্রাইস ৭৯ টাকা ৫০ পয়সা হলেও) প্রতিদিনেই কোম্পানিটি ফ্লোর প্রাইসের চেয়ে বেশি দরে লেনদেন হয়েছে।

Share this news