ফ্লোর ভেঙ্গে রেকর্ড লেনদেন বেক্সিমকো ফার্মার

Date: 2023-02-08 00:00:14
ফ্লোর ভেঙ্গে রেকর্ড লেনদেন বেক্সিমকো ফার্মার
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড দীর্ঘদিন পর ফ্লোর প্রাইস ভেঙ্গেছে। কোম্পানিটির আজ একদিনেই ফ্লোর প্রাইস ভেঙ্গে ৪ টাকা ৪০ পয়সা বা ৩.০১ শতাংশ বেড়েছে। ফ্লোর প্রাইস ভাঙ্গার কারণে আজ কোম্পানিটির শেয়ারের লেনদেনও হয়েছে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের দিন বেক্সিমকো ফার্মার শেয়ারদর ফ্লোর প্রাইসে ছিল ১৪৬ টাকা ২০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং হয়েছে ১৫০ টাকা ৬০ পয়সায়। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৩৮টি। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এরআগে গত ২০ অক্টোবর’২২ কোম্পানিটির সর্বোচ্চ শেয়ার লেনদেন হয়েছিল ২৬ লাখ ৪০ হাজার ১৬২টি।আজ কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২০ কোটি ০৩ লাক ১০ হাজার টাকা। এতে করে বেক্সিমকো ফার্মা আজ লেনদেনে দশম স্থান দখল করেছে। এছাড়াও আজ ব্লক মার্কেটে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ০৪ লাখ ৭২ হাজার টাকা।সর্বশেষ তথ্যমতে, দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ১২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৩ টাকা ৫২ পয়সা।

Share this news