ফ্লোর প্রাইসের গুজবে ফের আতঙ্ক পুঁজিবাজারে

Date: 2022-11-08 04:00:15
ফ্লোর প্রাইসের গুজবে ফের আতঙ্ক পুঁজিবাজারে
ফ্লোর প্রাইস তুলে দেওয়ার গুজবে পুঁজিবাজারে ফের সূচকের দরপতন হয়েছে। আর এ গুজব আতঙ্কে আজ (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট।daraz-300x300দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে এমন গুজবে বিনিয়োগকারীরা কম দামে তাদের শেয়ার বিক্রি করে দেওয়ায় এমনটা হয়েছে।এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম অর্থসংবাদকে বলেন ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।তিনি বলেন, বাজারে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে বলে একটি চক্র গুজব ছড়িয়েছে, তারা বাজারে আতঙ্ক ছড়িয়ে ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।

Share this news