ফ্লোর প্রাইসের দুই কোম্পানি দর বৃদ্ধির শীর্ষ তালিকায়

Date: 2022-12-21 04:00:17
ফ্লোর প্রাইসের দুই কোম্পানি দর বৃদ্ধির শীর্ষ তালিকায়
গত সাত কার্যদিবস যাবত টানা পতনে রয়েছে দেশের শেয়ারবাজার। এ সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৫৮ পয়েন্ট। তবে সূচক যত পড়েছে, তারচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে। আজ (২১ ডিসেম্বর) ডিএসইতে সূচক কমেছে সাড়ে ২৭ পয়েন্ট। পতনের এ বাজারেওদর বৃদ্ধিরশীর্ষ তালিকায় উঠে এসেছে দুই কোম্পানি।আজ ডিসইতে দর বৃদ্ধির তালিকা পূর্ণাঙ্গ হয়নি। কোনরকমে নয়টি কোম্পানি দর বৃদ্ধির তালিকায় স্থান করে নিয়েছে। এর মধ্যে ফ্লোর প্রাইসের দুটি কোম্পানি ছিল। এই দুই কোম্পানির মধ্যে রয়েছে এটলাস বাংলাদেশ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।জানা গেছে, গতকাল পর্যন্ত এটলাস বাংলাদেশ ১০৪ টাকা ২০ পয়সা আটকে ছিল। আজ ফ্লোর প্রাইজ ভেঙ্গে ১০৬ টাকা ৪০ পয়সা। এরফরের কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় স্থান করে নিয়েছে। আজ আজ শেয়ারটির দাম বেড়েছে দুই টাকা কুড়ি পয়সা।অন্যদিকে, বার্জার পেইন্টসের লেনদেন গতকালের আগের দিন পর্যন্ত ফ্লোর প্রাইজের ওপরে লেনদেন হলেও গতকাল সেটি ফ্লোর প্রাইসে স্থান নেয়। গতকাল কোম্পানির শেয়ার দেওয়ার ছিল ১৭১১ টাকা ৬০ পয়সা। আজ শেয়ারটি লেনদেন হয়েছে ১৭১১ টাকা ৭০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ১০ পয়সা

Share this news