ফ্লোর প্রাইসেই দুই কোম্পানির রেকর্ড লেনদেন!

Date: 2023-05-16 05:00:27
ফ্লোর প্রাইসেই দুই কোম্পানির রেকর্ড লেনদেন!
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির আজ মঙ্গলবার (১৬ মে) রেকর্ড লেনদেন হয়েছে। কিন্তু রেকর্ড লেনদেন করেও কোম্পানি দুটির শেয়ার শেষ পর্যন্ত ফ্লোর প্রাইসের গন্ডি অতিক্রম করতে পারেনি। কোম্পানি দুটি হলো-প্যারামাউন্ট টেক্সটাইল-পিটিএল এবং ফার কেমিক্যাল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।প্যারামাউন্ট টেক্সটাইল-পিটিএলকোম্পানিটির শেয়ারের ফ্লোর প্রাইস ৭৭ টাকা। আজ লেনদেনের শুরুতে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের খবর আসে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯৫ পয়সা। মুনাফার উল্লম্ফনে লেনদেনের শুরু থেকেই কোম্পানিটির শেয়ার লেনদেনে নতুন মাত্রা দেখা যায়। লেনদেনের এক পর্যায়ে শেয়ারটি ৭৭ টাকা থেকে বেড়ে ৭৮ টাকায় উঠে যায়। কিন্তু সেল প্রেসারে শেয়ারটি শেষ বেলায় ফের ফ্লোর প্রাইসে স্থান ফিরে আসে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের এক বড় বিনিয়োগকারী শেয়ারটি নিয়ে দীর্ঘদিন বিপদে ছিলেন। আজ মুনাফার উল্লম্ফনের খবর আসায় বিনিয়োগকারীরা লাভের আশায় শেয়ারটি কিনতে থাকেন। এদিকে ওই বড় বিনিয়োগকারী শেয়ারটি অফলোড করতেথাকেন। যার ফলে সেল প্রেসারের তোড়ে শেয়ারটির দর ওপরে উঠার কথা থাকলেও সেটি হয়নি। বরং কিছুটা ওপরে উঠে ফের ফ্লোর প্রাইসে স্থান করে নেয়।উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকেই পিটিএল-এর শেয়ার ফ্লোর প্রাইসে গড়াগড়ি খাচ্ছে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে গত এক বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আজ শেয়ারটি ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় ৫ম স্থানে উঠে এসেছে।ফার কেমিক্যালকোম্পানিটির শেয়ার গত বছরের ২৬ অক্টোবর থেকেই ফ্লোর প্রাইসে বন্দী রয়েছে। গতকাল কোম্পানিটি এসএফ টেক্সটাইলের সঙ্গে একীভূত হয়ে বড় সম্প্রসারণে যাচ্ছে বলে একটি নিউজ পোর্টালে খবর বেরিয়েছে। এর ধারাবাহিকতায় আজ কোম্পানিটির শেয়ার লেনদেনে বড় চমক দেখা যায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৫৪৮টি। যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ। শেয়ারটি আজ ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় ৯ম স্থানে উঠে এসেছে।ফার কেমিক্যালের ফ্লোর প্রাইস ১০ টাকা ৬০ পয়সা। আজ শেয়ারটির চাহিদা বেড়ে যাওয়ায় লেনদেনের এক পর্যায়ে ৩০ পয়সা বেড়ে ১০ টাকা ৯০ পয়সায় উঠে যায়। কিন্তু বড় বিনিয়োগকারীদের সেল প্রেসারে শেয়ারটি রেকর্ড লেনদেন করেও ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে।

Share this news