ফ্লোর প্রাইসে ফিরেছে যে ৩২ কোম্পানি

Date: 2022-10-10 11:00:13
ফ্লোর প্রাইসে ফিরেছে যে ৩২ কোম্পানি
আ‌গের কাযদিব‌সে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭৮ টির কোম্পানি ফ্লোর প্রাইসে ছি‌লো। আজ নতুন ক‌রে আরও ৩২টি কোম্পা‌নির শেয়ারদর ফ্লোর প্রাই‌সে ফি‌রে‌ছে। এ‌তে ক‌রে ফ্লোর প্রাই‌সে মোট কোস্পা‌নির সংখ‌্যা দাঁড়া‌লো ২১০টি।আজ নতুন ক‌রে ফ্লোর প্রাই‌সে ফেরা ৩২টি কোম্পা‌নির ম‌ধ্যে র‌য়ে‌ছে নাহী অ‌্যালু‌মি‌নিয়াম, রানার অ‌টো, বারাকা পাওয়ার, বি‌ডি ফাইন‌্যান্স, বি‌ডি অ‌টো কারস, হা ও‌য়েল টেক্সটাইল, মিরাকল ইন্ডা‌স্ট্রিজ, প্রাইম ফাইন‌্যান্স, পাওয়ার গ্রিড, এস্কয়ার নি‌টিং, ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মি ব‌্যাংক, এ‌ক্সিম ব‌্যাংক, ইনফ‌র্মেশন সা‌র্ভি‌সেস, এ‌সিআই লি‌মি‌টেড, বারাকা প‌তেঙ্গা পাওয়ার, প্রগ‌তি ইন্স‌্যু‌রেন্স , তাকাফুল ইসলা‌মি ইন্স‌্যু‌রেন্স, ইস্টার্ণ ব‌্যাংক, সা‌মিট পাওয়ার, সি‌ভিও পে‌ট্রো‌লিয়াম, স্কয়ার টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, মোজাফ্ফর হো‌সেন স্পি‌নিং, ন‌্যাশনাল টিউব, স্টাইলক্রাফ্ট, প্রগ‌তি লাইফ, র‌হিমা ফুডস, ইস্টার্ণ ইন্স‌্যু‌রেন্স, পদ্মা অ‌য়েল এবং লি‌ন্ডে বি‌ডি লি‌মি‌টেড।

Share this news