ফ্লোর প্রাইসে ফিরেছে সাত কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩৪টির কোম্পানি ফ্লোর প্রাইসে অবস্থান করছে। কোম্পানিগুলোর শেয়ার কোনভাবেই ফ্লোর প্রাইসের গন্ডি অতিক্রম করতে পারছে না। এদিকে প্রতিদিনই বেড়েই চলেছে ফ্লোর প্রাইসের কোম্পানির সংখ্যা। আজ বৃহস্বাপতির সামান্য পতনেও ফ্লোর প্রাইসে ফিরে এসেছে আরও ৭ কোম্পানির শেয়ার।আগের থেকে ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং বুধবার ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ২৩৪টি। আজকের ফ্লোর প্রাইসে ফেরা ৭টি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ২৪১টিতে।আজ নতুন করে ফ্লোর প্রাইসে আসা ৭টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কেডিএস এক্সেসোরিজ, স্যালভো কেমক্যালস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স,এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা সিমেন্ট, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো এবং ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।