ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ৭ কোম্পানি

গতকালও শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯১ টির কোম্পানি ফ্লোর প্রাইসে ছিলো। তবে আজ নতুন করে আরও ৭টি কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে ফিরেছে।আগের থেকে ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং বৃহস্পতিবার ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ১৯১টি। সেখান থেকে ৩০টি কোম্পানি ফ্লোর প্রাইস থেকে উপরে উঠেছে। আজকের ফ্লোর প্রাইসে ফেরা ৭টি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ১৬৮টিতে।আজ নতুন করে ফ্লোর প্রাইসে আসা ৭টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাইডাস ফাইন্যান্স, সান লাইফ, মেঘনা লাইফ, বারাকা পতেঙ্গা, ইনটেচ, লিগাসী ফুটওয়্যার এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।