ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ১২ কোম্পানি

Date: 2022-10-18 11:00:12
ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ১২ কোম্পানি
: উত্থানেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১৮টির কোম্পানি ফ্লোর প্রাইসে অবস্থান করছে। কোম্পানিগুলোর শেয়ার কোনভাবেই ফ্লোর প্রাইসের গন্ডি অতিক্রম করতে পারছে না। এদিকে প্রতিদিনই বেড়েই চলেছে ফ্লোর প্রাইসের কোম্পানির সংখ্যা। আজ মঙ্গলবার সামান্য পতনেও ফ্লোর প্রাইসে ফিরে এসেছে আরও ১২ কোম্পানির শেয়ার।আগের থেকে ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং সোমবার ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ২১৮টি। আজকের ফ্লোর প্রাইসে ফেরা ১২টি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ২৩০টিতে।আজ নতুন করে ফ্লোর প্রাইসে আসা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন, আমরা নেটওয়ার্ক, প্রিমিয়ার সিমেন্ট, ইস্টার্ণ ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস,যমুনা অয়েল, স্টাইলক্রাফ্ট, এটলাস বাংলাদেশ, সমতা লেদার এবং বিএসআএম লিমিটেড

Share this news